Log In
Register

কাল রাত Lyrics

রক্‌স্টার্‌টা - রক্‌স্টার্‌টা
Band
Album

রক্‌স্টার্‌টা

(1990)
TypeAlbum (Studio full-length)
GenresHeavy Metal
LabelsSargam
Album rating :  75 / 100
Votes :  1
11. কাল রাত (7:53)
এসেছিল কালো রাত দুঃস্বপ্ন নিয়ে
চলে গেল সেই রাত বিভীষিকা দিয়ে
মা কে হাঁরায় শিশু 'মা' 'মা' করে
পেলনা কোন সাড়া গভীর আঁধারে।

কেন তুমি এসেছিলে বিভীষিকা নিয়ে
চলে গেলে আমাদের হাহাকার দিয়ে।

তুমি সাইক্লোন, তুমি ঝড়
তুমি ভাঙ্গলে সুখের ঘর
তোমারই কারনে আজ প্রতি ঘরে
লাখো বাঙ্গালী ক্রন্দন করে।

রাতের আঁধারে সে ঝড় এল ঘরে
মানুষ আর পশু রয় পাশাপাশি মরে।

প্রভু তুমি দেখেও দেখলেনা
রাক্ষসী ঝড় এসে কি করে গেল
একি অভিশাপ না ভাঙা গড়া খেলা
কালো রাত এসে ওদের সব নিয়ে গেল
নিয়ে গেল.............
Share on Facebook
Share on Twitter
Added by level 10 형블블       Last modified by level 21 Eagles
Info / Statistics
Artists : 47,776
Reviews : 10,477
Albums : 172,252
Lyrics : 218,435