Oshanti Lyrics

Band | |
---|---|
Album | নতুন স্বাদের খোঁজে(2014) |
Type | Album (Studio full-length) |
Genres | Heavy Metal |
Labels | G-Series |
Album rating : –
Votes : 0
Votes : 0
8. Oshanti (5:22)
খালি কাগজ শুকনো সাগর
মনের এই যাতনা
কেন কাটেনা?
অসুস্থ নীরবতা সংশয় স্বার্থতা
কাটে দাগ এই মনে
অকারণে
দুঃখ কষ্ট সবই অস্পষ্ট
উদ্দেশ্য ঠিকানা
রয় অজানা
খুঁজে পাবেনা
সারারাত বসে, বসে কর
দুশ্চিন্তার অনাগত পরিমাপ
করে যাবে কাজ
কল-কব্জার আওয়াজের ভারে
অবনত আজ তোমার এই সাজ
অশান্তি অশান্তি অশান্তি
সুখ দিলনা
অশান্তি অশান্তি অশান্তি
শুধু যাতনা
অশান্তি অশান্তি অশান্তি
হবে সূচনা
অশান্তি অশান্তি অশান্তি
দেবে প্রেরণা
সুখের বেশে
আসবে সেজে
আঁধারের আঙিনায়
নাচে কল্পনা
সবার শেষে বুঝলাম এই যে
দুনিয়া কারো সনে বসে থাকেনা
সময় শুধায় কেন এত আয়োজন
দুঃখ কষ্ট ছাড়া
সুখ মেলেনা
ঝরে পড়ে যাক এ আঁধার
এ কাল মেঘে গড়া দেয়ালের
মাঝে নাই আশ্রয়
দূরে পড়ে থাক যত ভয়
দুঃস্বপ্ন - ব্যর্থতা
যত পরাজিত সংশয়
অশান্তি অশান্তি অশান্তি
হবে সূচনা
অশান্তি অশান্তি অশান্তি
দেবে প্রেরণা
অশান্তি অশান্তি অশান্তি
ভয় পেওনা
অশান্তি অশান্তি অশান্তি
জাগে চেতনা
মনের এই যাতনা
কেন কাটেনা?
অসুস্থ নীরবতা সংশয় স্বার্থতা
কাটে দাগ এই মনে
অকারণে
দুঃখ কষ্ট সবই অস্পষ্ট
উদ্দেশ্য ঠিকানা
রয় অজানা
খুঁজে পাবেনা
সারারাত বসে, বসে কর
দুশ্চিন্তার অনাগত পরিমাপ
করে যাবে কাজ
কল-কব্জার আওয়াজের ভারে
অবনত আজ তোমার এই সাজ
অশান্তি অশান্তি অশান্তি
সুখ দিলনা
অশান্তি অশান্তি অশান্তি
শুধু যাতনা
অশান্তি অশান্তি অশান্তি
হবে সূচনা
অশান্তি অশান্তি অশান্তি
দেবে প্রেরণা
সুখের বেশে
আসবে সেজে
আঁধারের আঙিনায়
নাচে কল্পনা
সবার শেষে বুঝলাম এই যে
দুনিয়া কারো সনে বসে থাকেনা
সময় শুধায় কেন এত আয়োজন
দুঃখ কষ্ট ছাড়া
সুখ মেলেনা
ঝরে পড়ে যাক এ আঁধার
এ কাল মেঘে গড়া দেয়ালের
মাঝে নাই আশ্রয়
দূরে পড়ে থাক যত ভয়
দুঃস্বপ্ন - ব্যর্থতা
যত পরাজিত সংশয়
অশান্তি অশান্তি অশান্তি
হবে সূচনা
অশান্তি অশান্তি অশান্তি
দেবে প্রেরণা
অশান্তি অশান্তি অশান্তি
ভয় পেওনা
অশান্তি অশান্তি অশান্তি
জাগে চেতনা

নতুন স্বাদের খোঁজে - Lyrics

নতুন স্বাদের খোঁজে - Album Credits
Members
- Arshad Amin : Bass
- Mushfiq Ahmed : Vocals
- Mainul Islam : Guitars (rhythm)
- Imran Hossain : Guitars (lead)
- Mahbubur Rashid : Drums
- Ibrahim Ahmed Kamal : Guitars (lead) (track 8)