শেষ রাত্রি Lyrics
Band | |
---|---|
Album | রক্স্টার্টা(1990) |
Type | Album (Studio full-length) |
Genres | Heavy Metal |
Labels | Sargam |
Album rating : 75 / 100
Votes : 1
Votes : 1
7. শেষ রাত্রি (5:17)
আমি মুক্তির পূজারী,
আমি সত্যের শিকারী,
অভিশপ্ত জীবনে আশার আলো আমি পাইনি,
যে দিকে তাকাই
দেখি চারিপাশ ঘেরা
আমার ঐ ভুবনে হবে না কি কখনো যাওয়া?
শান্তির জীবন
কভু পাব কি আমি?
মুক্তি দাও হে সমাজের প্রহরী।
কষ্টের শেষ নাই
তবু পথ খুঁজে যাই
দিন আনি দিন খাই,
সময় হলে চলে যাই।
শেষ রাত্রি এগিয়ে আসছে
সময়ের সীমানা পেরিয়ে চলছি একাকী
শেষ রাত্রি এগিয়ে আসছে
জীবনের আসামী হয়ে আমি ছুটে চলেছি।
আমি সত্যের শিকারী,
অভিশপ্ত জীবনে আশার আলো আমি পাইনি,
যে দিকে তাকাই
দেখি চারিপাশ ঘেরা
আমার ঐ ভুবনে হবে না কি কখনো যাওয়া?
শান্তির জীবন
কভু পাব কি আমি?
মুক্তি দাও হে সমাজের প্রহরী।
কষ্টের শেষ নাই
তবু পথ খুঁজে যাই
দিন আনি দিন খাই,
সময় হলে চলে যাই।
শেষ রাত্রি এগিয়ে আসছে
সময়ের সীমানা পেরিয়ে চলছি একাকী
শেষ রাত্রি এগিয়ে আসছে
জীবনের আসামী হয়ে আমি ছুটে চলেছি।
রক্স্টার্টা - Lyrics
1. রক্তে ভেজা মাটি Lyrics | 2. আর্তনাদ Lyrics |
3. নির্বাসন Lyrics | 6. মুক্তি দাও Lyrics |
▶ 7. শেষ রাত্রি Lyrics | 8. সত্য লোকে Lyrics |
9. পাগলটা Lyrics | 10. শান্তির স্বপ্ন Lyrics |
11. কাল রাত Lyrics |