পাগলটা Lyrics
Band | |
---|---|
Album | রক্স্টার্টা(1990) |
Type | Album (Studio full-length) |
Genres | Heavy Metal |
Labels | Sargam |
Album rating : 75 / 100
Votes : 1
Votes : 1
9. পাগলটা (4:27)
দিনের পর দিন
পাহাড়ের সে চূঁড়ায়
দাঁড়িয়ে রয়েছে
পাগলটা ঠিকই।
কেউ যে তাকে আর জানতে চায় না
বুঝতে পারে না তার ব্যাথাটা যে কি।
ওরা দেখে সে চূঁড়ায়
মেঘ ভাসে হেলায়
ওরা জানে যে ও
দেখছে সবই।
শুধু ও জানে নিজের ব্যাথা
কারো সাথে ও বলে না কথা।
দিনের পর দিন
পাহাড়ের সে চূঁড়ায়
দাঁড়িয়ে রয়েছে
পাগলটা ঠিকই।
কেউ যে তাকে আর জানতে চায় না
বুঝতে পারে না তার ব্যাথাটা যে কি।
সব শেষের কথা আজ
পাগল ভেবে
ওরা সবাই হাসে শুধু ও ই বাকি
কেউ যে কোন কথা শুনে না
পাগল ভেবে আজ
কাছে ডাকে না।
পাহাড়ের সে চূঁড়ায়
দাঁড়িয়ে রয়েছে
পাগলটা ঠিকই।
কেউ যে তাকে আর জানতে চায় না
বুঝতে পারে না তার ব্যাথাটা যে কি।
ওরা দেখে সে চূঁড়ায়
মেঘ ভাসে হেলায়
ওরা জানে যে ও
দেখছে সবই।
শুধু ও জানে নিজের ব্যাথা
কারো সাথে ও বলে না কথা।
দিনের পর দিন
পাহাড়ের সে চূঁড়ায়
দাঁড়িয়ে রয়েছে
পাগলটা ঠিকই।
কেউ যে তাকে আর জানতে চায় না
বুঝতে পারে না তার ব্যাথাটা যে কি।
সব শেষের কথা আজ
পাগল ভেবে
ওরা সবাই হাসে শুধু ও ই বাকি
কেউ যে কোন কথা শুনে না
পাগল ভেবে আজ
কাছে ডাকে না।
রক্স্টার্টা - Lyrics
1. রক্তে ভেজা মাটি Lyrics | 2. আর্তনাদ Lyrics |
3. নির্বাসন Lyrics | 6. মুক্তি দাও Lyrics |
7. শেষ রাত্রি Lyrics | 8. সত্য লোকে Lyrics |
▶ 9. পাগলটা Lyrics | 10. শান্তির স্বপ্ন Lyrics |
11. কাল রাত Lyrics |